Attraction – (Unisex)
আল্লাহর রসূল (ﷺ) আতর ব্যবহার করতেন এবং তিনি তা খুব পছন্দ করতেন। তিনি বলেন, ‘‘তোমাদের দুনিয়ার মধ্যে আমার কাছে স্ত্রী ও খোশবুকে প্রিয় করা হয়েছে। আর নামাযকে করা হয়েছে আমার চক্ষুশীতলতা। (আহমাদ, নাসাঈ, হাকেম, সহীহুল জা’মে হা/৩১২) ইতি পূর্বে আপনি অনেক জায়গা থেকেই সুগন্ধি সংগ্রহ করেছেন। যদি আপনার ওই সুগন্ধিটি ব্যবহারের ২দিন পর আপনি বিরক্ত হন অথবা আপনার আশপাশের ভাইবোনদের কাছেও যদি ভালো না লাগে তাহলে সুগন্ধি ব্যবহারে আপনার কি লাভ হলো ? সুগন্ধির ঘ্রান কেমন হবে?
রেগুলার ব্যবহার করার মতো সফ্ট, হালকা মাস্কি, খুবই রিফ্রেশিং, ভালো লাগার মতো অসাধারণ রোমান্টিক স্মেল এবং আপনার কাপড়ে লং টাইম লাস্টিং করার মতো কর্পোরেট টাইপ অথবা পারফিউম টাইপ সুগন্ধির নাম Attraction???? সুগন্ধি ব্যবহারে যেমন মাইন্ডকে ফ্রেশ এবং সতেজ রাখে ঠিক তেমনি আপনার সন্মান অন্যের কাছে বেশ ভালো করে ফুটিয়ে তুলে। তবে একেক জনের রুচির ভিন্নতার কারণে অথবা পছন্দের সুগন্ধিটি খুঁজে না পাওয়ার কারণে অনেকেই সুগন্ধি থেকে অনেক দূরে সরে গিয়েছে। তাই আসুন, নবীর সুন্নাতকে জিন্দা করি এবং বেশি বেশি করে সুগন্ধি ব্যবহার করি। এর সাথে আমাদের দীনি ভাই এবং আমাদের প্রিয়জনকে বেশি বেশি করে উপহার অথবা হাদিয়া দিয়ে খুশি করে তুলি।
$6.99